সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হাতিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

হাতিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফারজানা বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার রাতে চরকিং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শুল্লকিয়া গ্রামে স্বামী জাহিদ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ফারজানা বেগমের স্বামী নদীতে মাছ ধরতে যায়। রাতে ভাত খেয়ে ঘরে থাকা শাশুড়ির সাথে কথা বলে নিজের শোয়ার কক্ষে ঘুমাতে যায়। সকালে শাশুড়ি ডাকতে গেলে তার মৃত লাশ ঝুলন্ত অবস্থায় থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। 

তবে প্রাথমিকভাবে স্বামীর পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, ফারজানা বেগমের মানসিক সমস্যাও রয়েছে।

এবিষয়ে হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

টিএইচ